ড. হোসাইন আব্দুল হাই
অগ্নি শিখা আগুনের লেলিহান শিখায় তোমার হিম শীতল তীক্ষ্ণ হাসি পোড়ায়, জমায়, হাসায়, ভাসায়, শাসায়, মারে ও বাঁচায়। যন্ত্রণা গভীর নীল চরম গাঢ় তিক্ত বিষাক্ত এক ছটফটে যাতনা টেনে টেনে আনে কখনো তাড়িয়ে কখনো তড়িৎ বেগে। সুখ বিষ এই সুখই আমার কাল, সুখই নগ্ন ফনা, সুখের গরল, সুখের ছোবল সুখের বাঁশি, সুখের দর্প, সুখের দম্ভ, সুখের টানে সুখের সর্বনাশ।