Categories
কবিতা লেখালেখি

মিনতি আমার

মোবাশ্বের হোসাইন সুমন

আমি বলছি, সেইসব মানুষদের
যারা বর্ণভেদ সৃষ্টি করে।
সাদা, কালো, লালচে, বাদামি রঙ্গে।
মানুষকে বিভক্ত করে বেড়ায়।
         
আমি বলছি, সেইসব মানুষদের
যারা ধর্মের উপর ভিত্তি করে,
জাতিকে বিভক্ত করে।
        
আমি বলছি, সেইসব মানুষদের
যারা জাতি বা গোত্রকে তুচ্ছ করে দেখে,
উঁচু স্বরে কথা বলে বেড়ায়।        
 
বলছি, সেইসব মানুষদের
যারা গরীবদের হেয় করে দেখে।
দুর্বলতার সুযোগ নিয়ে চষে বেড়ায়।
 
বলছি, সেইসব মানুষদের
যারা প্রতিবন্ধীদের
প্রতিভাময় চোখে দেখে না।
 
বলছি, সেইসব মানুষদের
যারা চোখ দিয়ে দেখে,
হৃদয় চোখ বন্ধ করে।
 
বলছি, সেইসব মানুষদের
যারা মানুষকে আর সৃষ্টি জগতকে,
না ভালোবেসে তিরস্কার করে বেড়ায়।
 
আমি বলছি সেইসব মানুষদের,
মিনতি করে।
দেখো হৃদয় চোখ খুলে,
কাছে নাও ডেকে ।
ভালোবাসার সুখে,
পৃথিবী যাক ভরে।