বিদেশে বাংলাদেশকে নানাভাবে তুলে ধরার চেষ্টা করে থাকেন প্রবাসী ব্যবসায়ীরা। তবে তাদের মধ্য থেকে নতুন আইডিয়া নিয়ে বিদেশে কিছু একটা করার প্রবণতা খুব বেশি নয়। বেশিরভাগই রেস্তোঁরা কিংবা সাধারণ নিত্য প্রয়োজনীয় দেশী পণ্যের দোকান দিয়ে থাকেন। রেজাউল করিম সিদ্দিকী এই ক্ষেত্রে ব্যতিক্রম। পরিবেশ বান্ধব দেশী পণ্যকে জার্মানিতে তুলে ধরতে গত বছর তিনি প্রতিষ্ঠা করেন BioBD নামের একটি কোম্পানি। জার্মানির গিসেন শহরের কেন্দ্রে অবস্থিত এই কোম্পানির শো-রুমে প্রতিদিন ক্রেতারা আসে বাংলাদেশের পণ্য কিনতে। তারা সেখানে পরিচিত হন পাট, বেত, বাঁশ সহ নানা পরিবেশ বান্ধব পণ্যের সঙ্গে। শতকরা একশ ভাগ বায়ো এবং পরিবেশ বান্ধব পণ্যের পাশাপাশি রেজাউল করিম বাংলাদেশের পাট এবং কুটির শিল্পকে জার্মানিতে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন। তার কোম্পানির ওয়েবসাইটে ক্রেতারা অর্ডার করলে তা পৌঁছে দেওয়া হয় তাদের ঠিকানায়। রেজাউল করিম জানান, জার্মানরা পরিবেশ বান্ধব পণ্য পছন্দ করেন। গত কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মানিতে পরিবেশ নিয়ে অনেক সচেতনতা বেড়েছে। ফলে এদেশে বাংলাদেশের পাট এবং বস্ত্রজাত পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা থেকেই BioBD কে ভবিষ্যতে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন তিনি।
Categories