জেবুন নাহার
তোমার চোখের তারায় তারায়
কার ছবিটা এমন রঙিন
জানতে চাই।
তোমার মনের মধ্যেখানে
লুকিয়ে রাখা আরশিখানায়
কার ছবিটা বিম্ব ফেলে
দেখতে চাই।
তোমার সকল চলার পথে
পায়ে পায়ে পেরিয়ে যাওয়া
দূরত্বটার শেষ কোথায়
কার দুয়ারে থমকে দাঁড়ায়
কার শিয়রে দ্বিপ্রহরে
ঘুম পাড়ানি গানের মতো
আলতো বুনন স্বপ্ন সাজায়
জানতে চাই।
তোমার যতো ক্লান্তি আছে
রাগ বিরাগ আর ভ্রান্তি আছে
কার চোখেতে সাজিয়ে পলক
মিষ্টি হেসে সরিয়ে ফেল
সরোদ রাগের ঝংকারে
তমসাঘেরা রাতের আঁধার
রাজ্য জোড়া বাক্য অসার
যখন তোমার রুধে দুয়ার
কার কামনায় খিড়কি সকল
ভাঙ্গে যতো বন্ধ আগল
দিগ্বিজয়ের গর্বে তোমার
হৃদয় করে পুষ্পিত
জানতে চাই।
জানতে চাই যে আরো আরো
আমায় কেমন দেখতে পারো
কেমন আমি তোমার চোখে
নাকি সেসব অন্যলোকে
আমি? না সে?
সেই সে যে কে
জানতে চাই।
নইলে জীবন হবেই মিছে
হন্যে হয়ে তোমার পিছে
মরছি ঘুরে হায় আমি যে
যদি জানি নই আমি সে।
তার ফলাফল তোমার মতো
হবে নাতো মিষ্টি এতো
তিক্ত স্বাদের জীবনখানা
বড্ড কঠিন হবে টানা।
মৌটুসিটার কণ্ঠ থেকে
হারিয়ে যাবে গানখানা।