মীর জাবেদা ইয়াসমিন
মীর জাবেদা ইয়াসমিন
চল চলি -----
চল চলতে চলতে
কিছু কথা শুনি
কিছু কথা বলি,
গোপন কুঠুরির উদ্বেলিত
মনের বারান্দা খুলি।
তোমার আমার হৃদয়ের কষ্ট, জ্বালা,
আটকে থাকা যত আবেগিত কথামালা
উচ্ছলতায় ভরি,
তরঙ্গের ধারায় প্রবাহিত করি।
চল কোথাও বসি দুজনে,
নিবিড় ছায়াতলে শীতল হাওয়ায়
বেষ্টিত আলিঙ্গনে,
মন দিয়ে ছুঁই হৃদয় দেয়াল,
পূর্ণ মনোবনে।
কোমল পর্দার ইচ্ছেগুলো
সব রঙে আঁকি,
চল সাত সুরের ভাসমান
তরঙ্গ গায়ে মাখি।
লেপ্টে দেই সবই,
আবেগাপ্লুত মনের জলোচ্ছবি।
চল পায়ে পা ঘেষে চলি,
শিহরিত স্পর্শে মিলি,
মন পূরণের গল্প বলি,
হাতের ভেতর হাত খুলি।
আঙুলের চঞ্চল খেলায়
চল উঠি মেতে,
গল্পকে বাস্তব ডানায়
পরিপূর্ণতা পেতে,
দুজন দুজনকে বুঝি,
নিজের ভেতর বন্ধ চোখে
একে অপরকে খুঁজি।
চল চোখে রাখি চোখ,
মিটাই দৃষ্টি ভোগ,
নেশায় লাগাই তাক,
অন্য সব গোল্লায় যাক।
নীল আকাশের নীলে,
হাত বাড়িয়ে দিলে
উড়াই মেঘের ঘুড়ি,
তারায় তারা জুড়ি।
চল মেঘের ভেলায় ভেসে,
তৃপ্ত হাসি হেসে
ক্ষণটি করি পার,
পৃথিবীতে বল ক'দিন সময় আর!!
চল শ্যামল ভেজা পথে,
সুবাস মাখা রথে,
ভেজা করতলে,
ভালোবাসার ছলে
হৃদয়ে হৃদয় খুলি,
উষ্ণ আবেশে মিলি
শুকনো পাতার চাদরে,
পথ ঢেকেছে আদরে,
গিয়েছে এঁকেবেকে,
ভেজা ধুলিতে ঢেকে
চল সেই মেঠো পথে হাটি,
মাটির সোদা গন্ধে মাতি।
চল বিষুব রেখার পথটি ধরে চলি
আশেপাশে আনাচে কানাচে
যত অলিগলি,
ঘুরে আসি পৃথিবীর কোন
জানা অজানায় যেখানে
ঘুরছে ফিরছে স্বাধীন
ডানায় কত শুক সারী,
ভালেবাসার গড়ছে নগরী
বাজছে দেখো কত যুগল
হৃদয় সানাই
চল রাজহংস রাজহংসীর
অট্টালিকা বানাই!!
এই শুনছো-----
চলনা চলি,
চলতে চলতে কথা বলি!!