Categories
ব্লগ লেখালেখি

আমার প্রিয় রায়াকে চিঠি


গেরগানা ঘানবারিয়ান বালেভা
©SA

আমার জান, আমার মা। জানি, যদিও অনেক দেরি হয়ে গেছে কিন্তু আজ আমি তোকে একটা দেশের কথা বলবো, তোর বাবার দেশ। আরও বলবো যা আমি তোকে দেখাতে চাই সেসবের কথা। আমি তোকে দেখাতে চাই পারস্য সাগর পাড়ের সিরাজ এর সেই বাগানগুলো যেখানে মৌমাছিরা মধু আহরণ করে বেড়ায়, জেসমিন ফুলের গন্ধে চারিদিক মৌ মৌ করে।

আমাকে ক্ষমা কর, সেখানে এখন পড়ে আছে কালো চাদর, যে কালো চাদর মেয়েরা বছরের বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে মাথায় চড়িয়ে বেড়াচ্ছে। আমি তোকে দেখাতে চাই কিশ দ্বীপ, কাস্পিয়ান সাগর পাড়ের বালুচর যেখানে সকালের রোদ লবণাক্ত পানির ভেতর থেকে জেগে ওঠে। আমি তোকে দেখাতে চাই কীভাবে সেখানকার ডলফিনগুলো কথা বলে আর মানুষরা তাদের কী আদর করে, কিন্তু সেটা সম্ভব না। আমি তোকে দেখাতে চাই তেহরানের গোলাপ উদ্যান আর স্বাধীনতার স্তম্ভ, কিন্তু সেখানে মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে। আমি তোকে নিয়ে আলবোর পর্বতের পাদদেশে গান শুনতে চাই যেখানে তরুণ তরুণীরা অসীম নীল আকাশের নিচে নেচে বেড়ায়। কিন্তু সেখানে এখন এটা নিষিদ্ধ, আমার প্রিয় সন্তান।

আমি তোকে দেখাবো সেখানে কীভাবে সবকিছু তরতর করে বাড়ে, মানুষ বাধাহীন জীবন যাপন করে। কিন্তু সেদেশ যে অনেক দুর। আমি তোকে দেখাবো তাবরিজ এর বাজার, সেখানকার ঝলমলে কাপড়চোপড়, খাবার আর পানীয়। কিন্তু আমাকে ক্ষমা কর, বাজারে দোকানগুলো এখন বন্ধ, মানুষগুলো গেছে রাস্তায় প্রতিবাদ করতে।

আমার প্রিয় সন্তান, আমি চাই তুই শেখ কীভাবে অতিথিদের যত্ন করতে হয়। কীন্তু সেখানে এখন খারাপ লোকগুলো ক্ষমতায় যারা আমাদের নবীর নাম নষ্ট করছে, মানুষ হত্যা করছে আর দেশটাকে একটা কালো গুহায় পরিণত করতে চাচ্ছে। আমার ইচ্ছা আমি তোকে সাথে নিয়ে গ্রীষ্মের এক রাতে তোর দাদীর বাড়ির ছাদ থেকে ডালিম পেড়ে রস খাবো, কিন্তু তা এখন সম্ভব না কারণ আকাশে এখন কালো ধোঁয়া আর গুলির শব্দ।

আমার প্রিয় মেয়ে, আমি তোকে রুপকথার গল্প শোনাচ্ছি না, তোকে ভয় দেখাতে চাই না কারণ সেই দেশে বাতাসে কবিতা এসে তোর কানে ফিসফিস করবে। আমাকে মাফ কর কারণ এই দুনিয়াটা আমার কল্পনার মত না। আমার শিরায় উপশিরায় যে ভয় বয়ে যাচ্ছে তার জন্য ক্ষমা চাই।

কিন্তু আমি নিশ্চিত, একদিন আসবে যখন সেখানের আকাশটা আবার নীল হবে, পানিতে থাকবে না রক্তের ছোঁয়া। মানুষ আবারও শুনতে পাবে শেখ সাদী, ওমার খৈয়াম আর হাফিজের কথা। মুক্ত নারীরা আবারও তাদের চুল ওড়াবে বাতাসে। আমি জানি এই সবকিছুর একটা অর্থ আছে, আমাদের জন্য পপি ভরা তৃণভূমি অপেক্ষা করছে। আমার হাতটা শক্ত করে ধর আমার প্রিয় মেয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।