হোসাইন আব্দুল হাই
ঘুমহীন রাত
স্বপ্ন রঙ্গীন জগত
শুধু তুমি আর তোমাদের ঘিরে
জমিন থেকে আসমান
স্বপ্নের ডানায় ভর করে
উড়ে চলে অবিরাম এক জোড়া শ্বেত কপোত
আফগানিস্তান ইসরায়েল - কসোভো - কঙ্গো।
বেদ বাইবেল কোরান
স্রষ্টাহীন কোন জগত নয়
নয় শান্তি বিমুখ কোন বিধান
শ্বেত কপোতের দর্শন
জীবন যেখানে পূর্ণতা পায়
দন্দ্ব - সংঘাত থমকে দাঁড়ায়
খুঁজে ফিরি নিঃসীম বলাকার চোখে।
আফ্রিকার দুধ সাদা চোখে
এশিয়ার জীর্ণ-শীর্ণ গায়
কখন দেবে দু মুঠো অন্ন
এক চুমুক শুভ্র তুষার অমৃত
গোলাবারুদ আর বেয়নেটের বদলে
ইউরেনিয়ামের থালা হাতে আর নয়
পথশিশু গাইবে বিজয়ের গান।