আফরোজা সোমা খুন হয়ে পড়ে আছি ঘাসে বুকে বিঁধে আছে খঞ্জর; রুধির ধারায় সবুজ তৃণ উঠছে রাঙা হয়ে আমারই আঙিনায়। কৃপাণে লেগে আছে আঙুলের দাগ; আর কারো নয় আমারই; বলেছেন তদন্ত অফিসার। ভীষ্মের মত শরাহত নই তবু ফালা-ফালা অন্তর এই তৃণশয্যায় চেয়ে আছি মাছের মতন খোলা চোখে দেখছি: শোকাহত মুখ করে বন্ধুর চেহারায় আততায়ী এসেছে গৃহে স্মৃতি মেদুর গলায় বলছে: কত ভালোবাসা ছিল আমাদের। মাছের মতন খোলা চোখ চেয়ে আছি ধরণীর দিকে তৃষিতের মত পড়ছি মানুষের মুখ; শরাহত ভীষ্ম হে, করুন উদ্ধার! জানান উত্তর বুকে রুধির রাঙা খঞ্জর নিয়ে কোন দিকে তাকালে মানুষ পাবে বন্ধুর মুখ?
Categories