Categories
ব্লগ লেখালেখি

বনের চেরি সড়কে একদিন

সুমন্ত বর্মন

সাত পাহাড়ের শহর বন। সাবেক পশ্চিম জার্মানির রাজধানী হিসেবে এখনও অনেকে বন শহরকে মনে রাখে। পাহাড় ঘেরা এই শহরের বুক চিরে গেছে জার্মানির অন্যতম নদী রাইন। তবে এপ্রিল মাস এলে পাহাড় কিংবা রাইন নয় বন হয়ে ওঠে চেরি ফুলের শহর।

হ্যা, জাপানের সেই চেরি ফুল এপ্রিল এলেই রাঙিয়ে তোলে বনের আল্টস্টাড এলাকা। পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে হিয়ারস্ট্রাসে আর ব্রাইটেস্ট্রাসে। এই বছরও তার ব্যতিক্রম ছিলো না। বন্ধুদের নিয়ে দিন কয়েক আগে ঘুরতে গিয়েছিলাম সেখানে। সড়কের দুই পাশে চেরি ফুলের কয়েকটি ছবি ক্যামেরার ফ্রেমে বন্দী করে রাখতে অবশ্য ভুলি নি।