কে. এম. মশিউর রহমান সংলাপ
শেষ বেলার রক্তিম সূর্যটাও শেষের ইঙ্গিত দেয়
এ যেন শেষ বেলা
আজও পেলাম না তোমায়,
তোমায় খুঁজতে খুঁজতে যে,
বেলা শেষ, সেটাও হয়নি দেখা।
হোক না শেষ বেলা, তবুও!
তবুও?
থাক আজ আর খুঁজবো না-
গোধূলিবেলায় মিশে থাকা প্রিয়তমায়,
দিগন্তের নীলিমায়।
কাল আবার বেরুবো
ওই লাল গালিচায়, হ্যাঁ, তোমাকে খুঁজতে
তবে,
শেষ বেলায় নয়,
কোন এক অচেনা পথে
তোমায় খুঁজে পাবার আশায়।
অচেনা পথিক আমি,
আজ বড়ই আপন,
তার কাছে;
দুজনেই একা চলি - দুই ভিন্ন পথে
আমি পথের পথিক
সে একা সূর্য আকাশে।
পথ চলতে চলতে
দিন গুনতে গুনতে
একা সূর্যটাও এখন
ক্ষণ গুণে যায় আমার সাথে!
দিগন্তের শেষটা রাঙিয়ে যায় বলে;
আজ ক্লান্ত,
কাল আবার দেখা হবে!