“দক্ষতা থাকলে আপনি জার্মানিতে জায়গা করে নিতে পারবেন”
“দক্ষতা থাকলে আপনি জার্মানিতে জায়গা করে নিতে পারবেন”

বাংলাদেশী অর্থনীতিবিদ জিয়া হাসান জার্মানিতে কাজ করছেন টেকনিশে হোকশুলে ওস্টভেস্টফালেন লিপ্পের প্রকল্প গবেষক হিসেবে। বাংলাদেশে আর্থিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখির কারণে সাবেক স্বৈরশাসক হাসিনা সরকারের খড়গ নেমে এসেছিল তাঁর লেখা বই উন্নয়ন বিভ্রম এর ওপর। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন সীমান্ত ম্যাগাজিনের সঙ্গে।

”জার্মানির বহু এনজিও শিক্ষার্থীদের সুযোগ দিয়ে যাচ্ছে”
”জার্মানির বহু এনজিও শিক্ষার্থীদের সুযোগ দিয়ে যাচ্ছে”

জার্মানিতে প্রবাস জীবনের অর্ধেকটা সময় বন শহরে কাটিয়ে দিয়েছেন তামান্না ইয়াসমিন। তার স্বামী আলবেরুনির সঙ্গে বিয়ের পর বন-রাইন-সিগ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে জার্মানিতে আসেন। দুজন মিলে বছর তিনেক আগে প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা টুমরো টুগেদার।

“শরণার্থীদের মধ্যেও ভালো খারাপ আছে”
“শরণার্থীদের মধ্যেও ভালো খারাপ আছে”

“শরণার্থীরা মূলত একধরণের সস্তা শ্রম সরবরাহ করে। তবে জার্মানির সঙ্গে তুলনা করলে দেখা যাবে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন স্বাস্থ্য সেবা কিংবা শিক্ষার সুযোগের বেলাতে, যেটা বাংলাদেশে শরণার্থীরা ওইভাবে পায় না” বলেন গবেষক আনাস আনসার।

“বাঙ্গালী নারী যখন সাজতে চায় তখন শাড়িটাই পড়ে”
“বাঙ্গালী নারী যখন সাজতে চায় তখন শাড়িটাই পড়ে”

মেহজাবিন তানভির ভালবাসেন শাড়ী পড়তে। বাংলাদেশ থেকে এতদূরে বাস করলেও দেশের পোশাকের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। তাই জার্মানিতে তিনি গড়ে তুলেছেন নিজস্ব দেশী পোশাকের অনলাইন দোকান শাড়ি মার্কট।

“তোমার দেশে কি কম্পিউটার আছে?”
“তোমার দেশে কি কম্পিউটার আছে?”

“একদম শুরুতে আমি যখন কম্পিউটার বিক্রি করতে শুরু করি তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কীভাবে কম্পিউটার বিক্রি করো, তোমার দেশে কি কম্পিউটার আছে?” জার্মানিতে নিজের ব্যবসার অভিজ্ঞতা এভাবেই তুলে ধরছিলেন মানহাইম শহরের প্রবাসী দেওয়ান শফিকুল ইসলাম।

previous arrow
next arrow