Categories
ব্লগ লেখালেখি

ভিল্ডগেহেগের প্রকৃতির সান্নিধ্যে একদিন

সুমন্ত বর্মন 

নেয়ানডার্থাল বা মানব জাতির পূর্বপুরুষ বাস করতো কোন জায়গাতে? জানতে পারলাম যেখানে আছি তার থেকে খুব বেশি দূরে নয় জায়গাটা। গত দুই বছর ধরে ড্যুসেলডর্ফ শহরে আছি। আর এই শহর আর ভুপারটালের মাঝেই জায়গাটা, আমার ডর্ম থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। তাই তিন বন্ধুকে সাথে নিয়ে গ্রীষ্মের এক রোববার দুপুরে বের হয়ে পড়লাম।

যেতে খুব বেশি সময় লাগলো না। প্রায় ২৩ একর জায়গা নিয়ে গঠিত সংরক্ষিত জায়গা আইসসাইটলিসেস ভিল্ডগেহেগে নেয়ানডারটাল। নানা প্রজাতির প্রাণী এবং জীববৈচিত্র সংরক্ষণ করে রাখা হয়েছে এই ভিল্ডগেহেগে-তে। জার্মান ভাষায় যার অর্থ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা। নেয়ানডার্থালদের উৎপত্তি ছিলো এক সময় জার্মানির এই এলাকা থেকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চার বন্ধু মিলে ঘুরে দেখলাম জায়গাটি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম যার কিছুটা অবশ্য ক্যামেরায় তুলে রাখতে ভুলিনি।